ইসরায়েলি তাণ্ডব/গাজা সিটির রাস্তায় রাস্তায় লাশ!

ভিনদেশ ডেস্ক :

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

- Advertisement -

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে নিহত হয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। খবর আল জাজিরার।

- Advertisement -google news follower

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গাজা সিটির রাস্তা লাশে ভরে গেছে। গাজা সিটির তাল আল-হাওয়া শহরে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৩০ ফিলিস্তিনি।

তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মুখ খুলেনি ইসরায়েল।

- Advertisement -islamibank

এদিকে সম্প্রতি চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট জানিয়েছে, গাজায় ৯ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ছাড়িয়ে যেতে পারে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM