বাংলা ব্লকেড: চবি শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ

অনলাইন ডেস্ক

কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। সড়ক ও রেলপথ অবরোধের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন কয়েকজন।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে শাটল ট্রেনে করে চট্টগ্রাম বটতলী স্টেশনে পৌঁছে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের টাইগারপাস এলাকায় আসতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন তারা।

- Advertisement -google news follower

শিক্ষার্থীরা বলছেন, পুলিশে শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করেছে। তবে শিক্ষার্থীদের দাবি সত্য নয় জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা পুরাতন রেলস্টেশন থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেছেন। তারা আমাদেরকে ধাক্কা দিয়ে দৌঁড়ে চলে গেছেন। তাদের ওপর লাঠিচার্জ করা হয়নি।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM