মোমবাতি জ্বালিয়ে আন্দোলনে কুবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় শিক্ষার্থী আহতের ঘটনায় বিচার চেয়ে মোমবাতি জ্বালিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

- Advertisement -

এ ঘটনার বিচারের আশ্বাস না দেওয়া পর্যন্ত মহাসড়ক ছাড়বেন না বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। হামলার কারণে প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা এবং একইসঙ্গে প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

- Advertisement -google news follower

তাদের দাবি, প্রশাসন এবং প্রক্টরের ইন্ধনের কারণেই পুলিশ ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়ার সাহস পেয়েছে। এ কারণেই তারা প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা ও প্রক্টরের অপসারণ দাবি করেন।

আন্দোলনরত তানভীর হাসান নামের এক শিক্ষার্থী বলেন, প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিমাংসা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরব না। দরকার হলে আজ সারারাত আমরা আন্দোলন করবো।

- Advertisement -islamibank

এর আগে দুপুর ২টায় প্রক্টরের উপস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এরপর আন্দোলন আরও তীব্র হয় এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM