একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫টি গাড়ি নিয়ে কক্সবাজারের মহেশখালী ও রামু সদর আসনে নৌকার প্রচারণার উদ্দেশে নগর ছাড়লেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে তিনি নগরের আন্দরকিল্লার বাসভবন ত্যাগ করেন। নগরপিতা বিকাল ৩টায় মহেশখালী উপজেলার কালারমারছড়া, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মহাজোটের প্রার্থী আশেক উল্যাহ রফিকের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। এ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পরে তিনি কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে আওয়ামী লীগ প্রার্থী সাইমুল সরওয়ার কমলের পক্ষে রামু সদর উপজেলায় প্রচারণা চালাবেন।
যাত্রার আগে মেয়র নাছির জয়নিউজকে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে রাত-দিন পরিশ্রম করছি। তারই অংশ হিসেবে মহেশখালী আসনে নৌকার প্রার্থী আশেক উল্যাহ রফিক ও রামু সদর আসনে সাইমুল সরওয়ার কমলের পক্ষে প্রচারণা চালাতে কক্সবাজারের মহেশখালী ও রামু যাচ্ছি।
মেয়রের সঙ্গে রয়েছেন চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য নিয়াজ মোরশেদ এলিট, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ মামুন, ইয়াছির আরাফাত, চট্টগ্রাম আইন কলেজের সাবেক এজিএস জমির উদ্দিন, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু, নগর ছাত্রলীগের সহ-সভাপতি এম. কাইছার উদ্দিন এবং মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।