বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার রুমা উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সং লিয়ান বম (২৫), লালহিম সাং বম (৩৭), লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬) ও লাল সিয়াম থাং বম (৩৮)।
তারা সকলই রুমা উপজেলার লাইরুনপি পাড়ার বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রুমা উপজেলার লাইরুনপি পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাসনাল ফ্রন্টের (কেএনএফ) ৫ সহযোগিকে গ্রেফতার করে। পরে পুলিশ শুক্রবার বিকালে গ্রেফতারকৃত আসামিদেরকে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ শুনে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান চিফ জুড়িশিয়াল আদালতের উপ-পুলিশ পরিদর্শক প্রিয়াল পালিত জানান, কেএনএফের রুমায় ব্যাংক ডাকাতি-অস্ত্র লুটের মামলায় গ্রেফতার ৫ জনকে আদালতে হাজির করা হয়। আদালতে উভয়ের বক্তব্য শুনে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেএন/এমআর