কর্ণফুলী পেপার মিলে মধ্যরাতে আগুন

দেশজুড়ে ডেস্ক

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কাগজকল কর্ণফুলী পেপার মিলস্-এ (কেপিএম) আগুনের ঘটনা ঘটেছে।

- Advertisement -

শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কারখানা চালু অবস্থায় অগ্নিকাণ্ডের সূত্র ঘটে। তবে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলবাহিনী।

- Advertisement -google news follower

কেপিএম সূত্রে জানা গেছে, কেপিএমের কারখানার উৎপাদন মেশিন-২ এ আগুন লাগার পর মিলের নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুনের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে। এছাড়া বেশকিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

- Advertisement -islamibank

কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে কেপিএমে পৌঁছাই।

এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মেশিনের অভ্যন্তরীণ ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM