বিশ্বমানের স্বাস্থ্য সেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পার্কভিউ হসপিটালের সাথে বন্ধুই শক্তি ক্লাব এসএসসি ২০০০ ব্যাচ এর সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর শনিবার পার্কভিউ হসপিটাল কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বন্ধুই শক্তি ক্লাব এসএসসি ২০০০ ব্যাচ এর পক্ষে উপস্থিত ছিলেন- গ্রুপ ক্রিয়েটর এবং এডমিন এ এম মুন্না চৌধুরী, প্রধান উপদেষ্টা লিয়াকত আলী, সাদেক এহতেশাম চৌধুরী, তরিকুল কালাম তুহিন, মঞ্জুর মোরশেদ রনী, ডা: আইয়ূব বিন সাগর, ডা: আরাফাত আজিম, ডা: হাবিব, ডা: জিলানি, ডা: ইফতেখার চৌধুরী, নিশান শাহ নোমান, শেখ মো: রাশেদুল আলম, রুবেল চৌধুরীসহ গ্রুপের শতাধিক বন্ধু।
পার্কভিউ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন- ব্যবস্থপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগি অধ্যাপক ডা. আ.ই ম.ন জাহাঙ্গীর সেলিম, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্কভিউ হসপিটালের ল্যাব মেডিকেল ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহামদ রহিম, ডিরেক্টর (কম্প্লায়েন্স)
ডা. সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্কভিউ হসপিটালের জেনারেল ম্যনেজার তালুকদার জিয়াউর রহমান শরিফ, অ্যাডমিনিস্ট্রেশন বিডি ম্যানেজার জাহেদুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
এই চুক্তির ফলে চট্টগ্রাম বিভাগের এসএসসি ২০০০ ব্যাচ এর বন্ধুদের পরিবারবর্গ পার্কভিউ হসপিটালের সকল সেবায় কর্পোরেট বিশেষ সুবিধা লাভ করবেন।
জেএন/এমআর