৭শ’ গ্রাম স্বর্ণসহ আটক ১

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭০০ গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টায় মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের বিমানবন্দর শাখার সহকারী কমিশনার নাছির উদ্দিন মাহমুদ চৌধুরী জয়নিউজকে বলেন, কাস্টমস কমিশনার ড. এ কে এম নুরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের (আরএস ৭২৪) ফ্লাইটের যাত্রী জাহিদুল ইসলামের (৩০) পানের বাটা ও হামামদিস্তার ভেতর লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

নাছির উদ্দিন আরো জানান, যাত্রীর মালামাল স্ক্যানিং করার সময় এ অবৈধ স্বর্ণ ধরা পড়ে। পরে পানের বাটা ও হামামদিস্তা ভেঙ্গে স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৩০ লাখ টাকা বলে তিনি জানান। এ ব্যাপারে পতেঙ্গা থানায় মামলা হয়েছে।

- Advertisement -islamibank

আটক জাহিদুলের বড়ি চান্দগাঁও থানার মোহরা এলাকায়।

জয়নিউজ/ফয়সাল/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM