প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যেকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীরা মাঝরাতে ‘তুমি কে, আমি কে- রাজাকার রাজাকার’ স্লোগানে মিছিল করলে ক্যাম্পাসের কাটাপাহাড় সড়কে পেছন থেকে অতর্কিত হামলা করে ছাত্রলীগ। এতে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী।
রবিবার (১৪ জুলাই) রাত ১১ টায় চবি জিরো পয়েন্টে প্রধানমন্ত্রীর কোটা বিষয়ক মন্তব্যের প্রতিবাদে “চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার”, “তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার” স্লোগানে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। পরে বাঁশ দিয়ে পিটিয়ে তাদেরকে ছাত্র ভঙ্গ করে দেয় ছাত্রলীগ
বিক্ষোভরত শিক্ষার্থীরা জিরো পয়েন্ট থেকে কাটা পাহাড় রোড হয়ে শহিদ মিনারের দিকে যাচ্ছিলেন। এমতাবস্থায়, হামলা করে সে ছাত্রলীগ। হামলায় ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারী একদল শিক্ষার্থী বলেন, “আন্দোলনরত অবস্থায় পেছন থেকে ছাত্রলীগ কর্মীরা লাঠি সহ ধাওয়া করে এবং আমাদের মারপিট করে।”
মুক্তিযুদ্ধ মঞ্চ চবি শাখার সভাপতি ও সিএফসি গ্রুপের অনুসারী শরিফ উদ্দিন, কনকর্ড গ্রুপের অনুসারী আবরার শাহরিয়ারের নেতৃত্বে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়।
জেএন/এমআর