অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি,থানায় জিডি

দেশজুড়ে ডেস্ক

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

- Advertisement -

রাজধানীর পল্টন থানায় গত ১১ জুলাই এস এম মুনীর নিজেই এ জিডি করেন।

- Advertisement -google news follower

সোমবার (১৫ জুলাই) সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মীরধা বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্টন থানায় করা সাধারণ ডায়েরিতে এস এম মুনীর লিখেছেন, ‘গত ১০ জুলাই দিবাগত রাতে আমি পল্টন মডেল থানাধীন ৩৬ কাকরাইলস্থ আমার বাসায় অবস্থানকালে রাত ১০.৫১ মিনিটে জনৈক ব্যক্তি তার মোবাইল হতে আমার মোবাইলে ফোন করলে আমি রিসিভ করি।

- Advertisement -islamibank

তখন ওই ব্যক্তি নিজেকে পাকিস্তান ও আফগানিস্তান আর্মির হেড পরিচয় দিয়ে বলে, রাজবাড়ীতে হত্যা মামলার সঠিক পরিচালনা না করলে এবং শেখ হাসিনা যদি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেয় তবে আমার কাছে এমন যন্ত্র আছে, যা দিয়ে শেখ হাসিনাসহ বাংলাদেশকে উড়িয়ে দেবে। এছাড়া আমাকেও জীবননাশের নানা হুমকি দেয়।

বিষয়টি আমি তাৎক্ষণিক ৯৯৯ কল দিলে পল্টন মডেল থানা পুলিশকে লাইন সংযোগ লাগিয়ে দিলে পল্টন মডেল থানা এস. আই. মো. ইব্রাহিমকে ঘটনার বিষয়টি অবহিত করি।

পরবর্তীতে ১১ জুলাই সকাল ১০.৫৮ মিনিটে উক্ত ব্যক্তি একই মোবাইল নম্বর থেকে পুনরায় কল দিয়ে আমাকে বলে যে, পুলিশকে জানানোর কারণে আপনার বড় ধরনের খেসারত দিতে হবে।

পূর্ণাঙ্গ বিষয়টি ইতিমধ্যে আপনাকেও মোবাইল ফোনে অবহিত করা হয়েছে। আমি সারাদিন গুরুত্বপূর্ণ সরকারি কাজে ব্যস্ত থাকায় লিখিতভাবে জানাতে বিলম্ব হলো।

উপর্যুক্ত ঘটনাটি আপনার থানায় সাধারণ ডায়রিভুক্ত করত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ