কক্সবাজারে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সংঘর্ষ

অনলাইন ডেস্ক

কক্সবাজার সরকারি কলেজের গেটের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়।

- Advertisement -

সংঘর্ষে দুই পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করছে। এ সময় কলেজের সামনে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

- Advertisement -google news follower

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকাল সোয়া ১০টা থেকে কক্সবাজার সরকারি কলেজের গেইটের সামনে ও লিংক রোডের সামনে সমবেত হন বিপুল সংখ্যক শিক্ষার্থী। সেখানে সমবেত হয়ে কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন তারা। এরপর ছাত্রলীগ এসে আন্দোলনকারীদের বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

সরজমিনে দেখা যায়, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে। এতে মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। এক পর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি কলেজের গেটের ভেতরে অবস্থান নেন। পরে তারা গেইটের তালা লাগিয়ে ভেতর থেকে ইট ছুড়তে থাকেন। শিক্ষার্থীরাও পাল্টা ইট ছুড়তে থাকেন। পরে শিক্ষার্থীরা হল গেটে হামলা চালিয়ে লোহার গেটে ধাক্কা দিতে থাকেন। গেইটের সামনে থাকা মোটরসাইকেলগুলো ভাঙচুর করেন।

- Advertisement -islamibank

রিদয় নামক এক ছাত্রলীগ নেতা দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা তাদের ওপর আগে হামলা চালিয়েছে।

অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থী সজিব জানান, ছাত্রলীগ তাদের ওপর প্রথম হামলা চালিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, হঠাৎ কিছু ছাত্র এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM