হল ছেড়েছেন কাপ্তাইয়ের সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীরা আজ বুধবার সকালে হল ছেড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসপিআই ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইকবাল হায়দার।

- Advertisement -

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে গত মঙ্গলবার রাতে ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইকবাল হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসপিআই বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের বুধবার সকাল ৭টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেন।

- Advertisement -google news follower

উল্লেখ্য, দেশের অন্যান্য স্থানের মতো গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিএসপিআই শিক্ষার্থীরা সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল বের করেন। পরে বিক্ষোভ মিছিল শেষে কাপ্তাই নতুন বাজার এলাকায় ছাত্রলীগের সঙ্গে বিএসপিআই শিক্ষার্থীদের দুই দফা মারামারি হয়। এতে বিএসপিআইয়ের চার শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM