হাটহাজারীতে ছুরিকাঘাতে ট্রাক চালক ও বাস হেলপারের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীর অক্সিজেন-নাজিরহাট মহাসড়কের আমান বাজার এলাকায় ছুরিকাঘাতে মো.মানিক (৪৫) ও বুলু বড়ুয়া (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার সময় এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে হাটহাজারী থেকে চট্টগ্রামমুখী সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।

- Advertisement -google news follower

পরে ঘটনাস্থল পরিদর্শণ করে চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকার মো. কামালের ছেলে সিএনজিচালক মো. আরিফকে আটক করে পুলিশ।

নিহত বুলু বড়ুয়া ফটিকছড়ির পাইন্দন এলাকার হিমাংশু বড়ুয়ার ছেলে। সে পেশায় ট্রাক চালক। মো. মানিক হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মোজাফফরপুর গ্রামের ওয়াহিদ ফকিরের বাড়ির মৃত শাহা আলমের ছেলে এবং দ্রুত যান বাস সার্ভিসের হেলপার।

- Advertisement -islamibank

দ্রুত যান বাস সার্ভিসের লাইন কন্ট্রোলার মুন্না জানান, গতকাল রাতে আমানবাজার এলাকায় ট্রাক চালক বুলুর সাথে তর্কে জড়ান সিএনজি চালক মো.আরিফ।

এর মধ্যে হঠাৎ ট্রাকের দরজা খোলে চালকের আসনে বসে থাকা ড্রাইভার বুলু বড়ুয়াকে ছুরিকাঘাত করে। পরে ট্রাকের পেছনে থাকা দ্রুত যান সার্ভিসের বাসটির দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার মানিককেও ছুরিকাঘাত করে ওই ঘাতক।

গুরুতর আহত অবস্থায় দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

এদিকে ঘটনাস্থল থেকে ঘাতককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম বলেন, অটোরিকশা চালকের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। সিএনজি চালককে আটক করেছে টিম হাটহাজারী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM