মিয়ানমারে ‘পাচারের জন্য’ মজুদ করা বিপুল ওষুধ জব্দ

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার আমতলী বাজারের ভুট্টোর দোকানের পিছনের গ্যারেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কীটনাশক ওষুধ জব্দ করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নের্তৃত্বে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা মালিকবিহীন এসব ওষুধ জব্দ করা হয়।

- Advertisement -google news follower

একটি সূত্র দাবি করছে, স্থানীয় চোরাকারবারী জনৈক সৈয়দ আমিন অবৈধভাবে এসব ওষুধ সামগ্রী মিয়ানমার পাচারের জন্য মজুদ করেছিলেন। সে দীর্ঘদিন ধরে এসবকাজে সক্রিয় ছিল।

তবে উদ্ধার অভিযান চলাকালে কাউকে পাওয়া যায়নি। মালিক বিহীন ওষুধ গুলো জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM