বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার আমতলী বাজারের ভুট্টোর দোকানের পিছনের গ্যারেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কীটনাশক ওষুধ জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নের্তৃত্বে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা মালিকবিহীন এসব ওষুধ জব্দ করা হয়।
একটি সূত্র দাবি করছে, স্থানীয় চোরাকারবারী জনৈক সৈয়দ আমিন অবৈধভাবে এসব ওষুধ সামগ্রী মিয়ানমার পাচারের জন্য মজুদ করেছিলেন। সে দীর্ঘদিন ধরে এসবকাজে সক্রিয় ছিল।
তবে উদ্ধার অভিযান চলাকালে কাউকে পাওয়া যায়নি। মালিক বিহীন ওষুধ গুলো জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।
জেএন/পিআর