চবিতে হল ছাড়ার সময় বাড়িয়ে রুম সিলগালা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের হল ছাড়ার সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল দশটা পর্যন্ত শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন। এরপর তাদের হল ছেড়ে দিতে হবে। ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে যাওয়ায় ফাঁকা রুমগুলো সিলগারা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

- Advertisement -

বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম।

- Advertisement -google news follower

আজ দুপুরে হওয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, মেয়ে শিক্ষার্থীদের বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। এরপরই প্রতিবাদ জানাতে হলের সামনে জড়ো হন মেয়ে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা হলে থাকবেন মর্মে উপাচার্য বরাবর দরখাস্ত দিলে বিষয়টি আমলে নিয়ে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সময় বাড়ানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের এক শিক্ষার্থী বলেন, আমরা নানা কারণে বাসায় যেতে পারছি না। এছাড়া অনেকের সামনে পরীক্ষা আছে। আমরা এখন হলে নিজেদের বেশি নিরাপদ মনে করছি। তবে আমাদের সাথে কখন কী হবে আমরা কেউ জানি না। আমরা এখানে সর্বোচ্চ নিরাপত্তা চাই। আমরা আগামীকাল হল ছেড়ে যাব।

- Advertisement -islamibank

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম বলেন, সিন্ডিকেটে যে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটি বাস্তবায়নের চেষ্টা করছি। তবে কিছু শিক্ষার্থীর অনুরোধে উপাচার্যের নির্দেশনা অনুযায়ী আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সময় বৃদ্ধি করেছি। এরপর শিক্ষার্থীদের হল ছাড়তে হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM