চলচ্চিত্র তারকাদের পর এবার নৌকার প্রচারণায় মাঠে নেমেছেন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের খেলোয়াড় ও সংগঠকরা।
শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়াম থেকে তাঁরা এ প্রচারণা শুরু করেন।
প্রধান অতিথি হিসেবে প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। গত ১০ বছরে ক্রীড়াঙ্গনের যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। ক্রীড়ার উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের বিকল্প নেই।
এসময় বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক আলমগীর মো. সিরাজ উদ্দিন, নজরুল ইসলাম লেদু,দিদারুল আলম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মশিউর রহমান চৌধুরী, জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নোমান আল মাহমুদ, শহিদুল ইসলাম, চন্দন ধর, সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন রুবেল ও ফজলে বারী রুবেলসহ ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদরা।