কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে রংপুরে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বুয়েটিয়ানরা। তাদের সহায়তায় এরই মধ্যে পাওয়া গেছে সাড়ে ১০ লাখ টাকা।
বুধবার (১৭ জুলাই) রাতে বুয়েট শিক্ষার্থীদের পেজ ‘বুয়েটিয়ান’ থেকে তথ্যটি শেয়ার করা হয়। বৃহস্পতিবার (১৮ জুলাই) রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের পরিবারের হাতে নগদ এ অর্থ তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বুয়েটিয়ান পেজ থেকে জানানো হয়, বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আবু সাঈদের পরিবারের সহায়তায় ১০ লাখ ৫০ হাজার ২৪৩ টাকা জমা হয়েছে। এর মধ্যে বিকাশে সাত লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা, নগদে এক লাখ ৬৮ হাজার ৭০৫ টাকা, রকেটে ৬৩ হাজার ৯২৩ টাকা, ব্যাংকে ৯৩ হাজার ৮৮০ টাকা এবং পেপালের মাধ্যমে নয় হাজার টাকা জমা হয়েছে।
এ অর্থ আবু সাঈদের পরিবারের যেসব বিষয় প্রয়োজন সেই খাতে খরচ করা হবে বলেও জানানো হয়েছে। বলা হয়েছে, ‘আমরা আবু সাঈদের পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং তাদের কাছ থেকে তাদের প্রয়োজনের বিষয়ে সংক্ষেপে শুনেছি। সবকিছু শুনে আমরা একটা খসড়া সিদ্ধান্ত নিয়েছি।’
১। আবু সাঈদের পরিবারের ঘর মেরামত করে দেওয়া।
২। গরু কিনে দেওয়া।
৩। জমি এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়া (যেহেতু পিতা কৃষক)।
৪। তার ভাইয়ের মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করা।
আজ রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে একটি বুয়েটিয়ান দল যাবে। সেখানে গিয়ে আলোচনার পর যে বিষয় তাদের প্রয়োজন, সবচেয়ে ভালোভাবে পূরণ হয় সেটাই নেওয়ার চেষ্টা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া সার্বিক বিষয়ে ‘বুয়েটিয়ান’ পেজে নিয়মিত আপডেট দেওয়া হবে বলেও জানানো হয়।
আবু সাঈদ ছাড়াও এ কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। পেজ থেকে সহায়তার জন্য অর্থ তুলে ওইসব পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানানো হয়।
জেএন/এমআর