নতুন ব্রিজ এলাকায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ-আটক ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টায় সেতুর বাকলিয়া অংশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

- Advertisement -google news follower

বেলা ১১টার দিকে পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। জবাবে শিক্ষার্থীরাও ইট ছুঁড়ে মারেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। টিয়ারশেলের ধোঁয়ায় অনেক শিক্ষার্থী ও পথচারী অসুস্থ হয়ে পড়েন।

- Advertisement -islamibank

এদিকে সংঘর্ষ শুরু হওয়ার আগে ওই এলাকায় কিছু কিছু বাস, টেম্পো, অটোরিকশা ও দূরপাল্লার বাস চলাচল করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার পর যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে  নতুন ব্রিজ এলাকায় পুলিশ-শিক্ষার্থীর সংঘর্ষের পর এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, ছাত্রশিবির সন্দেহে তাকে আটক করা হয়েছে। আটক ওই ছাত্রের নাম নাজমুল হাসান (২৫)। তিনি সরকারি সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে।

এছাড়া সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অনেককে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

নগরের অন্যান্য এলাকায় কিছু গণপরিবহন চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির চলাচল তেমন একটা নেই।

সিএমপির উপকমিশনার (দক্ষিণ) মো. আশরাফুল আলম বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে জামায়াত-শিবিরের কর্মীরা অবস্থান নেওয়ার তথ্য আছে পুলিশের কাছে। এজন্য নাশকতা এড়াতে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM