ব্যাংকে ভিড়, হিড়িক পড়েছে টাকা তোলার

অর্থনীতি ডেস্ক :

কারফিউ শিথিলের দ্বিতীয় দিনেও চট্টগ্রামের অধিকাংশ ব্যাংকে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। ভেতরে ডুকলেই চোখে পড়ছে টাকা জমা দেওয়ার গ্রাহক সংখ্যা একদমই হাতে গোনা। তবে হিড়িক লেগেছে টাকা তোলার।

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ জুলাই) সরেজমিনে চট্টগ্রাম নগরীর কয়েকটি ব্যাংক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

- Advertisement -google news follower

নগরীর আগ্রাবাদে টাকা তুলতে এসেছেন মুন ও রুবেল। কথা হয় তাদের সাথে। তারা জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হাতে টাকা না থাকলে কী বিপদে পড়তে হয় তা হাড়ে হাড়ে টের পেয়েছি।

ব্যাংক বন্ধ থাকায় রীতিমতো অভাবের মধ্যে পড়তে হয়েছিল। তাই টাকা তুলে নিজের হাতে রাখছি।

- Advertisement -islamibank

চেরাগী মোড়ের ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চে টাকা তুলতে আসা আরেক গ্রাহক রিদুয়ান বলেন, মানুষ বলাবলি করছে এমন সংকট ফের দেখা দিতে পারে তাই আগে থেকে টাকা তুলে হাতে রাখছি।

নাম প্রকাশ না করার শর্তে একটি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, যেসব এলাকায় বড় ধরনের ঝামেলা হয়েছে সেখানকার ভল্ট থেকে ক্যাশ সরিয়ে নিয়েছে কিছু ব্যাংক। আবার গ্রাহকরা টাকা তুলে নেওয়ায় ভল্টের ওপরেও চাপ কমছে।

ওই কর্মকর্তা বলেন, ব্যাংক খোলা থাকাকালীন অবস্থায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ছাড়া সাধারণ গ্রাহকদের টাকা জমার দেওয়ার পরিমাণ খুবই কম। সিংহভাগ গ্রাহকই টাকা তুলতে এসেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM