২০২৪ নারী এশিয়া কাপ

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

- Advertisement -

ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

- Advertisement -google news follower

জ্যোতি জানিয়েছেন, উইকেট ব্যাটিং সহায়ক। ভালো জুটি গড়তে হলে ব্যাটিং ইউনিটকে পরিশ্রম করতে হবে বলে তিনি মনে করেন।

সাবিকুন নাহার জেসমিনের পরিবর্তে ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে এসেছেন মারুফা আকতার। নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশের উইকেটরক্ষকের গ্লাভসও থাকছে জ্যোতির হাতে।

- Advertisement -islamibank

টপ অর্ডারে থাকছেন দিলারা আকতার, মুর্শিদা খাতুন ও ইশমা তানজিম। থাইল্যান্ড, মালয়েশিয়ার বিপক্ষে টানা দুটি ফিফটি করেন মুর্শিদা।

ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে আছেন তিন লেগ স্পিনার রাবেয়া খান, রুমানা আহমেদ ও স্বর্ণা আকতার। লোয়ার অর্ডারে ঝড় তুলতেও সিদ্ধহস্ত স্বর্ণা।

স্পিন আক্রমণে আরও আছেন বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। পেস আক্রমণে অভিজ্ঞ জাহানারা আলমের সঙ্গে থাকছেন মারুফা আকতার। আছেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি।

ভারতের ব্যাটিং লাইন আপে অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে থাকছেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মার মতো তারকা ব্যাটাররা।

উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। অলরাউন্ডার দীপ্তি শর্মা আছেন ভারতের সেমিফাইনালের একাদশে।

বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দিলারা আকতার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিম, রুমানা আহমেদ, রিতু মনি, জাহানারা আলম, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, রাবেয়া খান, মারুফা আকতার

ভারতের একাদশ:
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, উমা ছেত্রী, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রকর, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেনুকা সিং, দীপ্তি শর্মা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM