বিরামপুরে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

অনলাইন ডেস্ক

দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৬ কোটি টাকা মূল্যের আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

- Advertisement -

শুক্রবার (২৬ জুলাই) ভোররাতে উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে এসব সাপের বিষ উদ্ধার করা হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, বিরামপুরের দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিল। এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সাপের বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

পরে বিজিবি সদস্যরা মূল্যবান ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২ লাখ টাকা।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM