আগস্টে দলের কেউ চাঁদাবাজি করলে পুলিশে দেওয়ার নির্দেশ নিখিলের

অনলাইন ডেস্ক

দুইদিন পরই শুরু হবে শোকাবহ আগস্ট মাস। এ মাসের ১৫ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। এজন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মাসটি শোকাবহ মাস হিসেবে পালন করে। আগস্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাচ ধারণসহ মাসজুড়ে চলে দোয়া ও মাহফিলের আয়োজন।

- Advertisement -

তবে এতকিছুর সব আয়োজন নিজেদের ব্যয়ে করতে চান ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খান নিখিল। শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে, সেজন্য নিজ সংসদীয় আসনের নেতাকর্মীদের উদ্দেশ করে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।

- Advertisement -google news follower

সোমবার (২৯ জুলাই) ভোরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।

নিখিল শোকাবহ আগস্ট মাসকে কেন্দ্র করে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে কেউ সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করলে সেই সব দোষী ব্যক্তিদের পুলিশে দিতে ব্যবসায়ীদের আহ্বান জানান।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM