ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশনে ধরা পড়েছে ২৩ বাংলাদেশি যুবক। গতকাল রোববার (২৮ জুলাই) ত্রিপুরা থেকে প্রকাশিত একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে শনিবার রাতে রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশনে তল্লাশি চালিয়ে রেলওয়ে জিআরপি থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মো. সেলিম রেজা (২৭), রাম সাহা (২৪), আসমাউল হক (২০), জাকির হোসাইন (৪০), ইব্রাহিম খলিল (২৩), শাহীন এলাম (২৮), নয়ন আলী (১৯), মো. ইলাহী হোসাইন (২১), মো. তাইব হোসাইন (১৯), মো. ডালিম (১৯), মো. আব্দুল আজিজ, মো. সাইফুল ইসলাম (২৫), সাহাবুদ্দিন শেখ (৩৩), মো. সাহিদুল ইসলাম (২০), মো. সুমন (২৬), মো. আমিরুল ইসলাম (২৪), হাজিকুল বাবু (২৩), রমজান শেখ (১৯), মো. মিজানুর (২৪), মো. রেহান শেখ (১৯)।
তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। মো. শাহীন আলী (২৬), আলী আকবার (২৬) ও শাকিল শেখের (১৯) বাড়ি রাজশাহী জেলায়।
আগরতলা রেলওয়ে জিআরপি থানার ওসি তাপস দেব গণমাধ্যমকে বলেন, ওই যুবকরা ট্রেনে করে বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা নিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে।
তারা জানিয়েছে, ভালো কাজের সন্ধানে ভারতে আসেন। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা নেওয়া হয়েছে।
তবে প্রকৃত কী উদ্দেশ্যে তারা ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানান তিনি।
জেএন/পিআর