নীলফামারীর সৈয়দপুরে বাড়ির ভিত খননের সময় রাইফেলের ৭৮টি তাজা গুলি ও কয়েকটি ড্যামেজ গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ জুলাই) সকালে পৌর শহরের সাদ্দাম মোড় এলাকা থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি শাহা আলম।
স্থানীয়রা জানান, ওই এলাকার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার নিজ বাড়ি নির্মাণের জন্য শ্রমিক দিয়ে মাটি খোঁড়ার কাজ করাচ্ছিলেন। মাটি খোঁড়া চলাকালে বেশকিছু গুলি দেখতে পান শ্রমিকরা।
পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ এসে ৭৮টি রাইফেলের তাজা গুলি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এসব গুলি মুক্তিযুদ্ধের সময় লুকিয়ে রাখা হয়েছিল।
এ বিষয়ে ওসি শাহা আলম বলেন, ‘৭৮টি তাজা ও কয়েকটি ড্যামেজ গুলি থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব গুলি মুক্তিযুদ্ধের সময়ের। গুলিগুলো দীর্ঘদিন মাটির নিচে থাকায় মরিচা ধরেছে।’
জেএন/পিআর