বাঁশখালীর চাম্বল বাজার, বৈলছড়ি বাজার ও পুকুরিয়া চৌমুহনী বাজারে শুক্রবার (২১ ডিসেম্বর) সংঘটিত ব্যাপক সংঘর্ষের ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ সহিংসতার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে।
বাঁশখালী থানার পিএসআই মো. মোজাম্মেল খান, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, পূর্ব চাম্বলের আওয়ামী লীগ নেতা নুরুল কাদের এবং পুকুরিয়ার আওয়ামী লীগ নেতা আব্দুর সবুর বাদী হয়ে মামলা ৪টি দায়ের করেন।
উল্লেখ, গত শুক্রবারের ঘটনায় অন্তত দেড় শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। এরমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১৫ জন। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মফিজ উদ্দিন ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ৮ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।