দেশের চলমান পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় আগের সূচিতে ফিরে গেল সব সরকারি-বেসরকারি অফিস এবং আদালত।
অর্থাৎ, আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে অফিস-আদালত চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ নেওয়ায় গত ১৯ জুলাই শুক্রবার সারা দেশে কারফিউ জারি করা হয়।
পরে গত রোববার ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।
দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার (২৪ জুলাই) থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস।
বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।
শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর গত রোববার থেকে নতুন সময়সূচি ঘোষণা করে সরকার।
রোববার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেএন/পিআর