চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন আরেফিন নগরের একটি ময়লার স্তূপে চাপা পড়ে নিহত হয়েছে কামাল হোসেন (৪৮) নামে এক নিরাপত্তাকর্মীর।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৮ টার দিকে সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে ময়লা কুড়াতে গেলে দুর্ঘটনাটি ঘটে।
নিহত কামাল হোসেন (৪৫) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মী। তার বাড়ি ভোলা জেলায়। তবে তিনি আরেফিন নগরের একটি ভাড়া বাসায় থাকতেন।
আরেফিন নগরের ডাম্পিং স্টেশনের দায়িত্বে থাকা সংস্থাটির যান্ত্রিক শাখার কর্মকর্তা শেখ সেলিম বলেন, নিহত কামাল লালদীঘির পাড় এলাকায় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।
কাজের বাইরে সে নগরীর বিভিন্ন ময়লার স্তূপ থেকে প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করতেন। সকালে তার বাসার পাশে আরেফিন নগরের ডাম্পিং স্টেশনে ময়লার স্তূপ থেকে প্লাস্টিক কুড়াচ্ছিলেন।
বৃষ্টির কারণে ময়লার স্তূপটি হঠাৎ ধসে পড়ে। এতে চাপা পড়ে তার মৃত্যু হয়।
জেএন/পিআর