ডিবি হেফাজত থেকে মুক্তি পেলেন ৬ সমন্বয়ক

দেশজুড়ে ডেস্ক :

ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা ৬ সমন্বয়ককে। তবে সংবাদ মাধ্যমে কথা বলতে দেয়া হয়নি তাদের।

- Advertisement -

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ডিবি সূত্রে এসব জানা গেছে। ডিবি বলছে, দুপুর দেড়টার দিকে মুক্ত করা হয় সমন্বয়কদের। বাইরে বেরিয়ে সরাসরি তাদের গাড়ীতে বাসায় পৌঁছে দেয়া হবে তাদের।

- Advertisement -google news follower

এ বিষয়ে সমন্বয়ক নাহিদের বাবা বজলুর ইসলাম গণমাধ্যমকে জানান, ভোর ৬টায় পরিবারকে ফোন দিয়ে ডিবিতে আসতে বলা হয়। পরে দুপুর দেড়টায় ডিবি তাদের নিজেদের গাড়িতে করে বাসায় দিয়ে আসে।

গত শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রেডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

- Advertisement -islamibank

পরে শনিবার সারজিস, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM