মধ্য রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তিনটি বাড়ির মন্দিরে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এসব মন্দিরের পূজার সরঞ্জাম ও প্রতিমার সাজ চুরি করে নেয় চোরের দল।
গতকাল বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটনীকোটা এলাকার শীল বাড়ি, ইঞ্জিনিয়ার অরুণ চক্রবর্তী বাড়ি ও লিটন ভট্টাচার্যের বাড়ির মন্দিরে এসব চুরির ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় স্থানীয় বাসিন্দা নারায়ন সুশীল কাঞ্চন বাদী হয়ে আনোয়ারা থানায় চুরির অভিযোগ করেছেন।
স্থানীয় অরুণ চক্রবর্তী বলেন, ‘সন্ধ্যায় পূজা দেওয়ার সময় সব ঠিকঠাক ছিলো পরবর্তীতে সকালে উঠে দেখি মন্দিরে পূজার প্রয়োজনীয় সরঞ্জামাদী ঘণ্টা, খাঁসা, ঘট, প্রতিমান সাজ উপকরণ, জুরি, তালাবাসন, প্রতিমার বড় ঘট ইত্যাদি চুরি হয়ে যায়।
থানায় অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানায় কর্তব্যরত অফিসার মোজাম্মেল হক জানান, চোরদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে টিম আনোয়ারা।
জেএন/পিআর