চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের গণমিছিল

অনলাইন ডেস্ক

গণগ্রেপ্তার ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে গণমিছিল করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় ৯ দফা দাবি তুলে ধরেন তারা।

- Advertisement -

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা মসজিদ থেকে মিছিল শুরু করেন তারা। নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকেই স্লোগান দিতে দিতে সড়কে নেমে আসেন তারা। মিছিল নিয়ে আন্দরকিল্লা-লালদিঘী-কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট মোড়ে যান আন্দোলনকারীরা।

- Advertisement -google news follower

আন্দোলনকারীরা যখন নিউমার্কেট মোড়ে অবস্থান নেন, তখন বৃষ্টি হচ্ছিল। ওই সময় অনেকে ছাতা নিয়ে, কেউ আবার বৃষ্টিতে ভিজে স্লোগান দিচ্ছেন। ছাত্রদের সঙ্গে ছিলেন কয়েকশ ছাত্রীও। সবার মুখে একই স্লোগান- উই ওয়ান্ট জাস্টিস।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, গণহত্যা, গণগ্রেপ্তার ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আজকের কর্মসূচি। এ কর্মসূচির কাছে বৃষ্টি কিছুই না।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীই নয়, আমাদের সঙ্গে সাধারণ মানুষও অংশ নিয়েছেন। কয়েক হাজার মানুষ বৃষ্টিতে ভিজে বিচারের দাবি জানাচ্ছেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM