মানুষের আবেগ নিয়ে খেলছে সহিংসতাকারীরা: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক :

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, মানুষের আবেগ নিয়ে খেলছে সহিংসতাকারীরা।

- Advertisement -

চলমান অসহযোগ আন্দোলনে সাড়া না পেয়ে সহিংসতা-সন্ত্রাস করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন তিনি।

- Advertisement -google news follower

রোববার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে চায়।

তবে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবে। তিনি বলেন, সরকার সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ করা হবে। এই সংকট রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

- Advertisement -islamibank

প্রতিমন্ত্রী বলেন, জনগণের মধ্যে আন্দোলনের সাড়া না পাওয়া বিএনপির পুরোনো দাবির সঙ্গে আন্দোলকারীরাও একাত্মতা ঘোষণা করেছে।

এ সময় তিনি আরও বলেন, বৃহত্তর স্বার্থে ফেসবুক বন্ধ করা হচ্ছে। কাউকে দমানো বা থামানোর জন্য নয়।

গণভবনে আজকে নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, গুজব প্রতিরোধ, সরকারি স্থাপনা ও জনগণের জানমাল রক্ষায় বৈঠকে সবাই ঐকমত্য পোষণ করেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM