বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মধ্যে আগামী তিন দিন সারাদেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত (৫-৭ আগস্ট) সারাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার কিছু ব্যাংকের শাখা খুললেও পরে সহিংসতা শুরু হলে সেগুলোর কার্যক্রম আবারও বন্ধ করে দেয়া হয়।
তার আগে শনিবার অনেক ব্যাংক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি বিবেচনায় নিয়ে নিজেদের শাখা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়।
এদিকে, এক দফা দাবির কর্মসূচি ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশে তিন দিনের (৫-৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৪ আগস্ট) সরকারের নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়।
জেএন/পিআর