দমন-পীড়ন সরকারের কাজ নয়: ইউনূস

অনলাইন ডেস্ক

দ্বিতীয়বার পাওয়া স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস

- Advertisement -

তিনি বলেছেন, সরকার মানে দমন-পীড়নের যন্ত্র নয়। মানুষ মনে করে, সরকার মানে হলো ভয়ের কিছু। আর দমন-পীড়ন নয়, সরকার মানুষকে রক্ষা করবে।

- Advertisement -google news follower

আমার ওপর আস্থা থাকলে সহিংসতা বন্ধ করতে হবে। সহিংসতা হলে ধরে নেবো আমার প্রয়োজন নেই।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দীর্ঘ যাত্রা শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাশে রেখে এসব কথা বলেন ড. ইউনূস।

- Advertisement -islamibank

বিমানবন্দরে বেলা পৌনে তিনটার দিকে দেয়া বক্তব্যে ড. ইউনূস বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই।

দেশে চলা অরাজকতা নিয়ে তিনি বলেন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস, ভরসা রাখেন, নিশ্চয়ই কারও ওপর হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি করতে না পারি, আমার প্রয়োজন নাই।

যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমার কথা আপনাদের শুনবেন। আমার কথা না শুনলে, আমাকে প্রয়োজন নাই।

এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এদিকে রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM