জাপানের দক্ষিনের দ্বীপ কিউশুতে বৃহস্পতিবার (৮ আগস্ট) শক্তিশালী ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
জাপানের পাব্লিক ব্রডকাস্টার এনএইচকে এর আগে ভূমিকম্পের মাত্রা ৬.৯ বলে জানিয়েছিল।
এনএইচকে আরও বলেছে, ভূমিকম্পটি একটি সুনামির সূত্রপাত করেছে যা পশ্চিম মিয়াজাকির দিকে অগ্রসর হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থার মতে, ভূমিকম্পটি জাপানের দক্ষিণের প্রধান দ্বীপ কিউশুর পূর্ব উপকূলে প্রায় ৩০ কিলোমিটার গভীরে কেন্দ্রীভূত হয়েছিল।
একটি বিবৃতি উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, জাপান সরকার ভূমিকম্পের প্রতিক্রিয়ায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে।
সংস্থার মতে, তাৎক্ষণিকভাবে বড় ক্ষয়ক্ষতির কোনো লক্ষণ নেই। সূত্র: হিন্দুস্তান টাইমস