চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মহাজোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে পথসভা ও গণসংযোগ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।
রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে জালালাবাদ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন মেয়র।
পথসভায় মেয়র বলেন, জননেত্রী শেখ হাসিনা লাঙ্গলকে নৌকায় তুলে নিতে বলেছেন। তাই উন্নয়নের ধারাবহিকতা বজায় রাখতে আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করুন। গত ১০ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা বিগত সরকারগুলোর আমলে হয়নি। এ উন্নয়ন সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। যারা এক সময় বাংলাদেশকে নিয়ে কটূক্তি করতো তারাও এখন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ।
মেয়র আরো বলেন, বিএনপি জোট দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে ষড়যন্ত্র করছে। তারা আইএসএর সঙ্গে জড়িত হয়ে দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের দেশবিরোধী এ ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিজয়ের মাসে ফের মহাজোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান মেয়র নাছির।
পথসভায় মহাজোট প্রার্থী ব্যারিস্টার আনিস বলেন, আওয়ামী লীগ সকারের আমলে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। হাটহাজারী তথা চট্টগ্রাম-৫ আসনের প্রতিটি এলাকা, পাড়া, মহল্লা এ উন্নয়ন থেকে বাদ যায়নি। আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করলে এ অগ্রযাত্রা আরো বেগবান হবে। তাই ৩০ ডিসেম্বর লাঙ্গল প্রতীকে ভোট দিন।
এ সময় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, আবদুল মান্নান ফেরদৌস, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাকিব হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার সকাল থেকে ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে চট্টগ্রামের ৬টি আসনে মহাজোট প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করেছে নগর আওয়ামী লীগ। চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হওয়া এ প্রচারণা ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।