মোবাইল ফোন চুরি ও জাল টাকার মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বিএনপি নেতা-কর্মীদের। এমনই অভিযোগ চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।
রোববার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এ সময় আবু সুফিয়ান বলেন, গায়েবি মামলা দিয়ে এখন আর গ্রেপ্তার করছে না পুলিশ। ধরন বদলেছে। এখন মোবাইল ফোন চুরি ও জাল টাকার মামলার মাধ্যমে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি জানান, ‘আমার বাসা থেকে যাওয়ার সময় তিন কর্মীকে গ্রেপ্তার করে জাল টাকার মামলায় ফাঁসানো হয়েছে। এছাড়া গত দশদিনে ১০০ জনের ও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আবু সুফিয়ান বলেন, নির্বাচনি প্রচারণায় গিয়ে আমি জনগণের প্রচুর সাড়া পেয়েছি। হামলা-মামলা, গ্রেপ্তার করে আমাকে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না।
তিনি উল্লেখ করেন, গত ১৭, ২০ ও ২২ ডিসেম্বর আমার বাসায় তিনবার হামলা হয়েছে। গাড়ি, মোটরসাইকেল ও বাড়ির গ্লাস ভাংচুর করা হয়েছে। তবে পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আমি জীবনের নিরাপত্তা চেয়ে চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন লিপু্র, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।