বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনুস। তাঁকে অভিনন্দনবার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে লেখেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস-সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।
তিনি আরও লেখেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভাল হোক-এই কামনা করি।
ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।
আশা করি, খুব শীঘ্রই সঙ্কট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভাল থাকলে, আমরাও ভাল থাকব।
উল্লেখ্য, নোবেল বিজয়ী ডঃ মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) হাত ধরে শুরু হল ১৭ জন সদস্যের অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের (Interim Bangladesh Government) যাত্রা।
এই সদস্যদের মধ্যে আছেন মুক্তিযোদ্ধা, প্রাক্তন আমলা, মানবাধিকার কর্মী, প্রাক্তন সেনাকর্মী এবং ছাত্র আন্দোলনের মুখও।
ইউনুস আগেই বলেছিলেন, যাঁদের হাত ধরে দেশে দ্বিতীয়বার স্বাধীনতা এসেছে, মন্ত্রিসভায় তাদের প্রতিনিধি থাকা দরকার।
জেএন/পিআর