জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির বৈঠক

রাজনীতি ডেস্ক :

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গ বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেন তারা।

- Advertisement -google news follower

বৈঠকে ফখরুল ছাড়াও বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের চায়ের দাওয়াতে অংশ নিয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

- Advertisement -islamibank

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধের পাশাপাশি অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে জাতিসংঘ। বলেন, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জাতিসংঘের।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে তোলা হবে এসব বিষয়ে উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে।

বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM