নিয়ন্ত্রণে সেনাবাহিনী

চট্টগ্রাম কারাগারে কয়েদি বিদ্রোহ, গোলাগুলি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করেছেন। কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।

- Advertisement -

নগরের লালদীঘি এলাকার বাসিন্দারা জানান, কেন্দ্রীয় কারাগার ঘিরে ব্যাপক গোলাগুলি চলছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়।

- Advertisement -google news follower

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে কারারক্ষীরা গুলি চালিয়েছে।

তিনি জানান, বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

- Advertisement -islamibank

পরে সেনা সদস্যরাও আসেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কর্মকর্তারা জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাগারের অভ্যন্তরে আর বা‌ইরে সেনাবা‌হিনীর সদস্যরা রয়েছেন।

চট্টগ্রাম কারাগারে বন্দিদের মধ্যে ২৫ জনের মতো জঙ্গী, মহিলাসহ দেড়শ জনের মতো কুকি-চিন সদস্য এবং শতাধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে বলে জানিয়েছেন কারাগারের এক রক্ষী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM