সব থানা এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি হবে

অনলাইন ডেস্ক

থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। গতকাল শনিবার সব জেলার পুলিশ সুপার এবং ওসিদের এই নির্দেশনা দেওয়া হয়।

- Advertisement -

গতকাল পুলিশ সদরদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ৩টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টির কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মহানগরের ১১০ থানার মধ্যে কার্যক্রম শুরু হয়েছে ৮৪টিতে। জেলার ৫২৯ থানার মধ্যে ৪৫৪টির কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর ৫০টি থানার মধ্যে অন্তত ৪৫টির কার্যক্রম শুরু হলেও কাজকর্ম পুরোপুরি স্বাভাবিক হয়নি।

- Advertisement -google news follower

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিক নিরাপত্তা কমিটির প্রধান লক্ষ্য হবে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে জনসম্পৃক্ততা বাড়ানো। এ লক্ষ্যে কমিটির একটি অ্যাকশন প্ল্যান প্রস্তুত করে তদারকি ও মূল্যায়নের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। এলাকার আইনশৃঙ্খলা পুনর্স্থাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কমিটির সদস্যদের সমন্বয়ে যৌথ টহলের মাধ্যমে হানাহানি, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকায় বিদ্যমান সামাজিক সংঘাত, ভাঙচুর, অগ্নিসংযোগ প্রতিরোধে নিবিড় ব্যক্তিগত যোগাযোগ স্থাপনের মাধ্যমে ব্যবস্থা নেবে বিরোধ নিষ্পত্তির। স্থানীয় জনসাধারণের জীবন, সম্পদ, স্থাপনা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ এলাকার শান্তিশৃঙ্খলা নিয়মিত তদারক করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এলাকার মাদক, ইভ টিজিং সমস্যা নিরসনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -islamibank

এ ছাড়া স্থানীয় বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক দল-উপদলের মধ্যে বিরাজমান উত্তেজনা নিরসন ও সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে নিরাপত্তা কমিটি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM