টানা পঞ্চমবার বাস্কেটবলের স্বর্ণ জিতল যুক্তরাষ্ট্র

খেলাধুলা ডেস্ক :

প্যারিস অলিম্পিকে বরাবরের মতোই স্বর্ণপদক জয়ের আধিক্যে নিজেদের অবস্থা ধরে রেখেছে যুক্তরাষ্ট্র

- Advertisement -

এবার বাস্কেটবলে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে টানা পঞ্চমবার অলিম্পিকে এই ইভেন্টের স্বর্ণ জিতে নিলো যুক্তরাষ্ট্র। প্যারিসের বের্সি অ্যারেনায় ফরাসিদের ৯৮-৮৭ ব্যবধানে হারায় স্টিফেন কারিরা।

- Advertisement -google news follower

ম্যাচের শুরুতেই মনে হচ্ছিলো যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ছেদ করে স্বর্ণ জিততে যাচ্ছে ফ্রান্স।

দীর্ঘ সময় এগিয়েও ছিলো স্বাগতিকরা। কিন্তু স্টিফেন কারির এক ঝলকেই ম্যাচের মোড় ঘুরে যায়। একাই ২৪ পয়েন্ট এনে দেন কারি। সেই সঙ্গে কিংবদন্তি লেব্রন জেমস ৬ রিবাউন্ড আর ১০ অ্যাসিস্টে এনে দিয়েছেন ১৪ পয়েন্ট।

- Advertisement -islamibank

অলিম্পিকে নিজের ক্যারিয়ারে এটি তৃতীয় স্বর্ণজয় লেব্রন জেমসের। অন্যদিকে কেভিন ডুরান্টের এই নিয়ে চতুর্থ স্বর্ণজয়। অলিম্পিক ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে অলিম্পিক বাস্কেটবলে চারটি স্বর্ণ জিতেছেন তিনি।

এদিকে ফুটবল ইভেন্টেও হতাশ হতে হয়েছে স্বাগতিক ফ্রান্সের। অলিম্পিক ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ৫-৩ গোলের ব্যবধানে হেরেছে তারা।

ঠিক এর বিপরীত দিকে পুরুষ ফুটবলে ব্রাজিলকে হতাশ করে অলিম্পিকে রেকর্ড ৫ বার স্বর্ণ জিতলো যুক্তরাষ্ট্র।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM