চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হল থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে শিক্ষার্থীরা। আটক হওয়া যুবক নিজেকে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দাউদ সালমান নামে পরিচয় দিয়েছেন।
রোববার (১১ আগস্ট) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে পিস্তলসহ তাকে আটক করে শিক্ষার্থীরা।
তার কাছে মাদকদ্রব্য ও সায়েদ ফুল মধু নামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর কিছু মার্কশীটও পাওয়া গেছে বলে জানান আটককারী শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চবি সমন্বয়ক ইবরাহীম রনি বলেন, এই ছেলে হলে সার্টিফিকেট ও মার্কশিট নেওয়ার কথা বলে হলে প্রবেশ করার জন্য আমকে ফোন দেয়। আমি বলি যে আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন।
আমরা আসলে আমাদের কাউকে সাথে নিয়ে হলে ঢুকবেন। কিন্তু সে কথা না শুনে হলের গার্ডলে ধাক্কা দিয়ে জোর করে হলে প্রবেশ করে।
এরপর সে যখন তার জিনিসপত্র নিয়ে হল থেকে বের হয় ততক্ষণে আমরা হলের সামনে চলে আসি। তার কাছে থাকা জিনিসপত্র চেক করার সময় তার কাছে আমরা লোড করা পিস্তলসহ কিছু গাজাও পেয়েছি।
জেএন/পিআর