নগরে বোমা তৈরির সরঞ্জামসহ জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় হালিশহর এ-ব্লকের বহুরূপী মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের নূরুল হক চৌধুরীর ছেলে নাজিম উদ্দিন চৌধুরী ওরফে বোমা নাজিম (৩৮), একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হান্নান (২৭) ও ফেনী সদরের মো. আহসান উল্লাহর ছেলে আবুল বশর ওরফে সবুজ (৩২)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার এসএম মোস্তাইন হোসেন জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ-ব্লকের বহুরূপী মাঠে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম পাউডার জাতীয় বিস্ফোরক দ্রব্য ও ৫০০ গ্রাম ছোট ধাতব বলসহ ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।
মোস্তাইন হোসাইন আরো জানান, শিবিরের সাবেক সভাপতি আবু সাঈদের নির্দেশে ২০ কেজি গোলাবারুদ সংগ্রহের পরিকল্পনা ছিল তাদের। নাজিম বোমা তৈরির কাজে বিশেষজ্ঞ বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় ৪টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।