দুই মন্ত্রণালয়ের দায়িত্ব কমলো প্রধান উপদেষ্টার

জাতীয় ডেস্ক :

নতুন দুই উপদেষ্টা শপথ নেয়ায় দায়িত্ব কমেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের। এতদিন ২৭ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলালেও আজ থেকে ২৫টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন তিনি।

- Advertisement -

রোববার (১১ আগস্ট) শপথ গ্রহণ করেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এদিন দুপুরেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের মন্ত্রণালয় বণ্টন করা হয়।

- Advertisement -google news follower

বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

রোববার (১১ আগস্ট) দুপুর ১২টা ৫৪ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুক–ই–আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা।

ঢাকার বাইরে থাকায় ওইদিন শপথ নিতে পারেননি তারা। তবে এদের মধ্যে ফারুক–ই–আজমের শপথ নেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM