সুপ্রিম কোর্ট বসছে কাল

আইন-আদালত ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর থেকেই আন্দোলনের কেন্দ্র হতে থাকে সুপ্রিম কোর্ট

- Advertisement -

শনিবার (১০ আগস্ট) বন্ধের দিনে আন্দোলনের মুখে পরে বিদায় নিতে বাধ্য হন প্রধান বিচারপতি। এসব ঘটনায় প্রায় সাত দিন বন্ধ থাকে আদালতের কার্যক্রম। এরই মধ্যে নতুন বিচারপতি নিয়োগ পাওয়ায় এসব চিত্র পাল্টাচ্ছে।

- Advertisement -google news follower

দায়িত্ব নেওয়ার পরই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের ৮ বেঞ্চ গঠন করেছেন। এর পরেই তিনি সুপ্রিম কোর্টের বিচারকাজ শুরুর সিদ্ধান্ত দেন।

সিদ্ধান্তের আলোকে সোমবার (১২ আগস্ট) থেকে বিচারকাজ শুরু করা হবে। রোববার (১১ আগস্ট) বিকেলে এসব তথ্য জানা গেছে।

- Advertisement -islamibank

গত ৪ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে।

এমন সময় আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করায় সুপ্রিম কোর্ট থেকে নিজ বাসভবনে ফেরার পথে চার বিচারপতির গাড়িতে হামলা করে। সেদিনের পর থেকেই চিত্র পাল্টাতে শুরু করে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM