দেশত্যাগের আগে-পরে কোনো বিবৃতি দেননি শেখ হাসিনা: জয়

রাজনীতি ডেস্ক :

শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত সাম্প্রতিক বিবৃতিটি “সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট” বলে দাবি করেছেন তার সন্তান সজীব ওয়াজেদ জয়

- Advertisement -

রবিবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম (সাবেক টুইটার) এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ দাবি জানান।

- Advertisement -google news follower

টুইটারে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, “আমি এইমাত্র তার (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে, তিনি ঢাকা ত্যাগের প্রাক্কালে বা ঢাকা ত্যাগ করার পর কোনো বিবৃতি দেননি।”

জয় তার টুইটে এবং হোয়াটসঅ্যাপ বার্তায় সুনির্দিষ্টভাবে পত্রিকাটির নাম উল্লেখ করেননি। তবে এর আগে ভারতের দ্য প্রিন্ট পত্রিকা শেখ হাসিনার “সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বার্তার” বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যা ভারত ও বাংলাদেশের অনেক পত্রিকাও প্রকাশ করেছে।

- Advertisement -islamibank

শেখ হাসিনার সেই কথিত বিবৃতির বরাতে পত্রিকাটি লিখেছে, “আমি পদত্যাগ করেছি, যাতে আমাকে মৃত্যুর মিছিল দেখতে না হয়।

তারা ছাত্রদের মরদেহের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। আমি অনুমতি দিইনি। তাই আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।”

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM