স্বাস্থ্যের এডহক ও এনক্যাডারদের ‘অবৈধ’ পদায়ন বাতিল

অনলাইন ডেস্ক

বিভিন্ন সময়ে এডহক, এনক্যাডার, নন ক্যাডার ও প্রকল্পে নিয়োগ পাওয়া চিকিৎসা কর্মকর্তাদের পদায়ন আদেশ অবৈধ উল্লেখ করে বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর

- Advertisement -

রোববার (১১ আগস্ট) অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

এতে বলা হয়, ডেপুটি সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা, জুনিয়র লেকচারার, আবাসিক সার্জন, আবাসিক মেডিকেল অফিসার, আবাসিক চিকিৎসক, সিনিয়র স্টোর অফিসার, কিউরেটর, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, প্রিন্সিপাল মেডিকেল ফিজিওথেরাপিস্ট, সিনিয়র লেকচারার ফিজিওথেরাপি, সুপারেনটেনডেন্ট ও সহকারী পরিচালক তথ্য তথা স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্কেল ক্যাডার পদে ক্যাডার কর্মকর্তাদের বিধি মোতাবেক পদোন্নতির মাধ্যমে পদায়ন নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ওই পদসমূহে ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্ব হিসেবে পদায়িত এডহক ও প্রকল্পভূক্ত (পরবর্তিতে এনক্যাডারকৃত) এবং প্রকল্পভুক্ত চিকিৎসক কর্মকর্তাদের বদলি করে জেষ্ঠ্যতার ভিত্তিতে ষষ্ঠ গ্রেডে পদোন্নতিপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে সেই পদগুলো পূরণ করা হবে।

- Advertisement -islamibank

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ অবস্থায় বিভিন্ন স্মারকে এডহক, এনক্যাডার, নন ক্যাডার ও প্রকল্পে নিয়োগকৃত চিকিৎসক কর্মকর্তাদের উপরোল্লেখিত পদগুলোতে বিভিন্ন সময়ে জারি করা পদায়ন আদেশ বাতিল করে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদফতরের ওপর দায়িত্ব দেওয়া হলো। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। এতে অধিদফতরের মহাপরিচালকের অনুমোদন রয়েছে।

এদিকে এই পদায়ন আদেশ বাতিল করার পরই স্বাস্থ্য অধিদফতরকে অভিনন্দন জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন।

সংগঠনটির আহ্বায়ক ডা. মোহাম্মদ নেয়ামত হোসাইন ও সদস্য সচিব ডা. উম্মে তানিয়া নাসরিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘স্বাস্থ্যখাতে মানবসম্পদ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন গত ১১ জুলাই ২০২৪ তারিখে স্বাস্থ্য অধিদফতরে অভিযোগ প্রদান করে, যার নং ২৬-৭২৪৪। ওই আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের স্মারক নং ডিজিএইচএস/পার-২/বিবিধ-২০২৪/৬৪৭৭, এর মাধ্যমে সকল প্রকার নন বিসিএস তথ্য এডহক, নন ক্যাডার, এনক্যাডার, প্রকল্প ইত্যাদির চিকিৎসকদের ক্যাডার পদে পদায়ন বাতিল করেছে। এর মাধ্যমে স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের চলমান অনিয়মগুলো সংস্কারের প্রথম ধাপের সূচনা করল স্বাস্থ্য অধিদফতর। এরজন্য অ্যাসোসিয়েশন স্বাস্থ্য অধিদফতরকে ধন্যবাদ জানিয়েছে।’

তারা আরও জানান, প্রায় শতাধিক অবৈধ পদায়ন বাতিলের মাধ্যমে বৈষম্যহীন ও ইতিবাচক সংস্কারের নজির সৃষ্টি করেছে অধিদফতর।

এর আগে বিভিন্ন সময়ে এডহক, এনক্যাডার, নন ক্যাডার ও প্রকল্পে নিয়োগ পাওয়া চিকিৎসা কর্মকর্তাদের অবৈধ পদায়ন আদেশ বাতিলের দাবিতে আন্দোলন করেন চিকিৎসকরা। এই আদেশ বাতিলের মাধ্যমে অনেক চিকিৎসকের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM