জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু

জাতীয় ডেস্ক :

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানা-ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করায় কর্মবিরতিতে যান অধস্তন পুলিশ সদস্যরা।

- Advertisement -

এরপর থেকে পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ সহ সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

- Advertisement -google news follower

গত ৯ আগস্ট থেকে সীমিত পরিসরে শুরু হতে থাকে থানাসহ পুলিশের বিভিন্ন কার্যক্রম। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম পুরোদমে শুরু হয় সোমবার (১২ আগস্ট)।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ৯৯৯ এর পরিদর্শক মো. আনোয়ার সাত্তার।

- Advertisement -islamibank

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অনেকটা স্থবির হয়ে পড়ে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম। জীবনের নিরাপত্তা ও পুলিশ সংস্কারের দাবিতে পুলিশের কিছু সদস্য কর্মবিরতিতে চলে যায়।’

তিনি বলেন, ‘৯৯৯ জাতীয় জরুরি সেবা। এখানে পুলিশের সহায়তার পাশাপাশি জরুরি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা দেওয়া হয়।

৫ আগস্টের পর থেকে ৯৯৯ এর কার্যক্রম সীমিত পরিসরে চলছিল। তবে সোমবার থেকে ৯৯৯ এর কার্যক্রম চালু হয়েছে পূর্ণমাত্রায়।’

এদিকে সারা দেশে ৬৩৯ থানার মধ্যে ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকাসহ মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM