আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আব্দুর রহমান খানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
এদিকে, একইদিন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিমকে অপসারণ করেছে সরকার।
বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু হেনা মো. রহমাতুল মুনিম (পরিচিতি নম্বর ২২২৫)-এর সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।
জেএন/এমআর