অনশনে সৌদি প্রিন্স তালালের মৃত্যু

আমরণ অনশন করতে গিয়ে মারা গেলেন প্রিন্স তালাল বিন আবদুল আজিজ। অনশনের কারণে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

- Advertisement -

প্রিন্স তালাল সৌদি রাজপরিবারে স্পষ্টবাদী সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানসহ রাজপরিবারের অনেকের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করতেন।

- Advertisement -google news follower

শনিবার (২২ ডিসেম্বর) প্রিন্স তালাল মারা যান । তিনি রিয়াদের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে কোথায় তিনি মারা গেছেন তা পরিষ্কার নয়। প্রিন্স তালাল বর্তমান রাজা সালমান বিন আবদুল আজিজের সৎ ভাই এবং সৌদি ধনকুবের প্রিন্স আল ওয়ালিদের বাবা।

আমরণ অনশন শুরুর আগে প্রিন্স তালাল বন্ধুদের বলেছিলেন, প্রতিবাদের মাধ্যমে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন রয়েছে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM